প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ণ
বীরগঞ্জে বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি')র গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের লাটেরহাট মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১০ নং মোহনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার( ১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফেরদৌস হোসেন এর সভাপতিত্বে এবং ১০ নং মোহনপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মনঞ্জুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু , বীরগঞ্জ উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি ফসিউর রহমান চৌধুরী নবাব, ৪নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম তৌহিদ, ১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মহামুদুল নবী ওয়াট, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,বিএনপি নেতা সাদেকুল ইসলাম সাদেক প্রমুখ। এসময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসমাবেশে প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো হামলা করার পাঁয়তারা করছে। সকল কে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘর-বাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে। তার উচিত জবাব দেওয়ার সময় এসেছে। আর বসে থাকা যাবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালি করার আহবান জানান তিনি।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.