বীরগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে সারা দেশের ন্যায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসক। পৌর প্রশাসক এর দিকনির্দেশনায় পৌরসভার প্রধান প্রধান সড়ক এবং বিভিন্ন স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করেছে কর্মীরা।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাঙালির দিবস উপলক্ষে পরিষ্কার করে প্রস্তুত উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনার, বিজয় চত্বর, বুধারু স্মৃতি সৌধ, বীর মুক্তিযোদ্ধা শহীদ মহসিন আলীর কবর।
ভাস্কর্য পরিছন্নতা কর্মী মমিন বলেন, ‘বিজয় দিবসের জন্য আমরা পানি দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করছি। প্রতি বছর আমি পরিস্কার করি।’
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর পতাকা উত্তোলন, বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পৌর প্রশাসক দীপংকর বর্মন বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পৌর ভবন আলোকসজ্জা এবং সড়কে বিভিন্ন রঙিন নিশান দ্বারা সজ্জিত করণ করা হয়েছে।
ইউএনও মো. ফজলে এলাহী বলেন, এ উপলক্ষে বীরগঞ্জে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জন্য সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত আছে। সকল প্রস্তুতির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।