বীরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংকের দৃষ্টি প্রোগ্রামের আওতায় এবং গাক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবিরে প্রায় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।
বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফজর আলী, বিশিষ্ট ব্যবসায়ী হুমাযুন কবির , বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা উত্তম শর্মা সহ আরো অনেকে ।
চোখ দেখাতে এসে মরিয়ম বানু (৭৫) জানান অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করাতে পেরে তিনি আনন্দিত এবং চোখ দেখিয়ে বিনামূল্যে ওষুধ পেয়েছেন। মাটিয়াকুড়া গ্রামের ছকীমদ্দিন (৬৪) জানান, ৫ বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন। চক্ষু শিবিরে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে তিনিও অনেক খুশি ।
গাক চক্ষু হাসপাতালের ডা. তানভীর আহম্মেদ রিফাত জানান, দিনব্যাপী চক্ষু শিবিরে প্রায় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং ৩৫জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়।