বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে কৃষি ভিত্তিক জীবিকায়ন করার লক্ষে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণার্থী যুব ও
শীতার্তদের মাঝে ১ লাখ ৩৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে হেক্স/ইপার এর সহযোগীতায় বীরগঞ্জ উপজেলা পরিষদ ও মরিচা ইউনিয়নের ৭৩ জনকে কৃষি ভিত্তিক জীবিকায়নের ৬ জনের প্রত্যেকে ১০ হাজার করে ৬০ হাজার এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণার্থী যুব ১জন ১০ হাজার ও ৬৬ জনকে শীত বস্ত্র ক্রয় বাবদ প্রত্যেকে ১ হাজার করে ৬৬ হাজার টাকা সহায়তা প্রদান করেন বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী। মরিচা ইউনিয়ন পরিষদে সচিব হেমন্ত কুমার রায়, ইউপি সদস্য রিনা বেগম ও আমজাদ আলী, ইএসডিও থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার অরুন চন্দ্র শীল এবং সিডিওগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অর্থ সহায়তা যে উদ্দেশ্যে প্রদান করা হল প্রত্যেকে যেন সঠিক কাজে ব্যবহার করার আহবান জানান।