প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ২:৪৮ অপরাহ্ণ
বীরগঞ্জে শিক্ষা পরিবারের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ব্যাপক উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে দুই উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বীরগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবার এবং বোচাগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে মাঠে উক্ত ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাজেদুর রহমান এবং বোচাগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার পঙ্কজ কান্তি রায়, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি দিনাজপুর জেলা সভাপতি মো. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এটিএম মিরাজ আলী হায়দার, বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো. আসাদুজ্জামান এবং সদস্য সচিব মো. আবুল কাশেম প্রমুখ।
মো. দেলোয়ার হোসেন রিজন ও মো. আফজালুর রহমান ইভানের পরিচালনায় ১৬ ওভারের খেলায় বোচাগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবারের অধিনায়ক তারেক হাসানের নেতৃত্বে টসে জিতে ব্যাটিং করতে মাঠে নেমে ৮উইকেট হারিয়ে ১০৬রান সংগ্রহ করে। জবাবে বীরগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবারের অধিনায়ক মো. আসাদুজ্জামান বাবুর নেতৃতে সব উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। পরে বিজয়ী দল হিসেবে বোচাগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবারকে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.