সোমবার, ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে সড়ক-নর্দমা একাকার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটের পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তাটির বেহাল দশা এবং ময়লা পানিতে জলাবদ্ধতার সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
আজ রোববার দুপুর ১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরাতন ইউনিয়ন পরিষদের রাস্তাটি সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা শান্তিপূর্ণভাবে সড়কে নামতে বাধ্য হয়েছেন।
মানববন্ধ এ বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আরফিন আরিফ, ভোগনগর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক আলামিন ইসলাম, ভোগনগর ইউনিয়ন বিএনপির সদস্য তানভীর শুভ, স্বেচ্ছাসেবক দলের বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মুছা ইসলাম, কবিরাজহাট প্রজন্ম ক্লাবের সভাপতি এমরান হোসেন রায়হান, কবিরাজ হাট নূরানী মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও লুৎফর রহমানসহ আরও অনেকে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভোগনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান ও ইউপি সদস্য রয়েল। পাশাপাশি মোবাইল ফোনে যোগাযোগ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। তারা এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান এর আশ্বাসে আন্দোলনকারী জনগণ সড়ক থেকে সরে যান এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা গড়ে না তুললে আগামীতে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।

Share This