বীরগঞ্জে ৬ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৬ জন প্রতিবন্ধী কে চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ৬ প্রতিবন্ধীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।