বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা তাঁতীদলের নতুন আহবায়ক কমিটির পরিচিতি ও অনুমোদন

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে জাতীয়তাবাদী তাঁতীদল বীরগঞ্জ উপজেলা ও বীরগঞ্জ পৌর শাখার পূর্বের কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা কমিটি।
আজ রোববার জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল ইসলাম ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান (হাসু খান) স্বাক্ষরিত পৃথক পৃথক দুইটি চিঠিতে এ তথ্য জানা গেছে। তাঁতীদল বীরগঞ্জ উপজেলা পূর্বের কমিটি বাতিল করে ১৪ সদস্য বিশিষ্ট ৯০ দিনের জন্য উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া তাঁতীদল বীরগঞ্জ পৌর শাখার পূর্বে কমিটি বাতিল করে ১৬ সদস্য বিশিষ্ট ৯০ দিনের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। এ উপলক্ষে রবিবার বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা তাঁতীদলের নতুন আহবায়ক কমিটির একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান (হাসু খান)। এসময় উপস্থিত ছিলেন তাঁতীদল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন। বীরগঞ্জ থানা বিএনপি’র জয়েন্ট সেক্রেটারী ও দলুয়া কলেজের সহকারী অধ্যাপক এবং দিনাজপুর সরকারি কলেজের সাবেক ভিপি মো. কামরুজ্জামান। বীরগঞ্জ উপজেলা তাঁতীদলের নতুন আহবায়ক কমিটির আহবায়ক মো. রিয়াজুল ইসলাম ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিক এবং বীরগঞ্জ পৌর শাখা তাঁতীদলের আহবায়ক নূর নবী ও সদস্য সচিব শহিদুল ইসলাম (আপন) কে জেলা কমিটির পক্ষ থেকে ফুলেল মালা দিয়ে বরণ করা হয় এবং সেই সাথে নবনির্বাচিত বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা তাঁতীদলের নতুন কমিটির আহবায়ক ও সদস্য সচিববৃন্দ পৃথক পৃথক ভাবে জেলা তাঁতীদল জেলা কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বীরগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো. আবু তাহের সিদ্দীক, জাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, মো. রবিউল ইসলাম রয়েল, আমগীর হোসেন, শাহীন কাদের, বদরুল মুকুল লেবু, শাহজান চৌধুরী, সদস্য মশিউর রহমান, শরিফুল ইসলাম, মো. আতাউর রহমান সুজন, মো. শাকিল হোসেন শান্ত। অপরদিকে তাঁতীদল বীরগঞ্জ পৌর শাখার যুগ্ম আহবায়ক মো. আলম, আব্দুল মালেক, নূর ইসলাম, আলতাফ হোসেন রুবেল, জয়নাল আবেদীন তোতা, মো. সেলিম হোসেন, মো. আরিফ হোসেন, মো. লুৎফর রহমান, মো. সেলিম, মো. নুর নবী, সদস্য জাহাঙ্গীর আলম, মো. আরমান, মো. রবিউল ইসলাম ও মো. শামীম ইসলাম।