
দিনাজপুর প্রতিনিধি
আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দিনাজপুর সদরের শশরা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাদ আসর ইউনিয়নের রাজাপুকুর (কাঁউগা বাজারের রবিউল এর মিলের চাতালে) ৫নং শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি সামিরুল ইসলাম ডাল্টনের সহযোগিতায় ও ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি'র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি বিএনপি'র সদস্য জুলফিকার আলী জুল,জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা,শশরা ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি জালালউদ্দিন,তোফাজ্জল হোসেন,মতিয়ার রহমান মতি,আমিনুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক রশিদুল ইসলাম,প্রচার সম্পাদক হযরত আলী রজব,ক্রীড়া বিষয়ক সম্পাদক শামসুল হক,ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল মালেক, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার হোসেন, ফয়সাল আহমেদ, কামরুজ্জামান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্বাস আলী মানিক, সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ ইউনিয়ন বিএনপি এবং নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা।
বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় কাউগা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল লতিফ এর পরিচালনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।