
দিনাজপুর প্রতিনিধি
৩ বারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ শনিবার যোহর নামাজ শেষে মাশিমপুর হযরত শাহ জামাল কামাল (রহঃ) হাফিজিয়া ক্বারিয়ানা মাদ্রাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপস্থিত নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর দিনাজপুর জেলা শাখার সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান। অত্র দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম (ওস্তাদ) অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. মোস্তফা কামাল, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা কারী জামিউল ইসলাম, সহকারী শিক্ষক মো. রাহুল হাসান সহ মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার মুসল্লিগণ।