বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড় বিএনপির বিশেষ মোনাজাত
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র তৌহিদুল ইসলাম। তিনি বলেন, “আমরা দোয়া করি, আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। দেশের জনগণের ভালোবাসা ও নেতাকর্মীদের সমর্থনে তিনি অর্ধেক সুস্থ হয়ে গেছেন। চিকিৎসা শেষে তিনি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে কাজ চালিয়ে যেতে হবে। জমি দখল, চাঁদাবাজির মতো কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। দলের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, সেচ্ছাসেবক দল, এবং জাসাসের নেতাকর্মীরা। বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিবএডভোকেট আব্দুল বারী, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, পৌর যুবদলের সদস্য সচিব নুরুল ইসলাম দিপু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুন রনিক, যুগ্ম সদস্য সচিব মাহাবুবুল আলম মন্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল গফুর, জাসাস রংপুর বিভাগীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলের প্রতি তাদের প্রতিশ্রুতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।