
দিনাজপুর প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল করেছে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন বিএনপি।
আজ বুধবার বাদ আসর শেখপুরা ইউনিয়নের মোস্তানবাজার সুখীপীর হাফিজিয়া মাঠ প্রাঙ্গণে উক্ত দোয়া-মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। ৪নং শেখপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদুল ইসলামের সঞ্চালনায় উক্ত দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ সভাপতি আলহাজ্ব মো. মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচুসহ জেলা, কোতয়ালী ও শেখপুরা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
স্মৃতিচারণ শেষে আয়োজিত দোয়া-মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
প্রসঙ্গত, গেল ৩০ ডিসেম্বর ২০২৫ গণতন্ত্র পুণঃরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।