বেগম জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল

দিনাজপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুর দের নিয়ে কোরআন তেলাওয়াত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. হেলাল ইসলামের ব্যক্তিগত আয়োজনে আজ মঙ্গলবার দিনাজপুর রাজবাটী ঈদগাহ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে কোরআন তেলাওয়াত, দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের সাথে ইফতার করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপি’র ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক মো. মুরাদ আহম্মেদ, বিশেষ অতিথি জেলা বিএনপি’র সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাবেক যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল মিলন, দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, যুগ্ম আহ্বায়ক রানা রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল ইসলাম, প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক আজমির হোসেন লাবু, যুবনেতা সোহেল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিলন।
এছাড়াও উক্ত ইফতার মাহফিলে স্বেচ্ছাসেবক দলনেতা পারভেজ, আসাদুজ্জামান নূর, শাওন, সজল, রাজু, অনিক, সোহেলসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শতাধিক এতিম শিশু ও বিএনপি’র শতাধিক নেতাকর্মীর অংশগ্রহনে ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইফতার শেষে মাগরিবের নামজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।