বোচাগঞ্জে আল আকসা ইসলামী স্কুলের উদ্বোধন
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সোয়া ব্রিজ সংলগ্ন খোলামেলা বিশাল এলাকায় আল আকসা ইসলামী স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টায় আল আকসা স্কুল মাঠে সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। এসময় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. মাসুদ রানা, পরিচালক মো. মাহাবুর রহমান, প্রধান শিক্ষক মো. রায়হান পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে নতুন এই স্কুলটির শুভ উদ্বোধন করেন।