মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমীর বই বিতরণ


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমীর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় উপজেলার ছুটকুর মোড়স্থ আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমীর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। এসময় বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ, আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমীর সভাপতি হাফেজ মো. ওবাইদুর রহমান, পরিচালক মো. মাওলানা আল আমিন, সদস্য রেদওয়ানুল কারীম রাবিদ, এস এম বাবু সাংবাদিক ফরিদ আহমেদসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমী মুলত দ্বীনি শিক্ষার একটি নতুন স্কুল। বিশিষ্ট আলেম ওয়ালেম ও স্থানীয় প্রতিভাবান অভিভাবকদের নিয়ে গঠিত আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমী শিক্ষা ব্যবস্থায় অসামান্য অবদান রাখবেন বলে মনে করেন এলাকাবাসী

Share This