বোচাগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে রেজিস্ট্রেশন ফি বিতরণ
বোচাগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে ৫১ জন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে রেজিস্ট্রেশন ফি বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে অফিস হলরুমে রেজিস্ট্রেশন ফি বিতরণ করা হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি চেয়ারম্যান বিশ্বনাথ রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন – গুড নেইবারস্ বাংলাদেশের নর্দান এরিয়ার প্রধান সিমান্ত চিসিম, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম, ইয়ুথ লিডার ফারুক হোসেন প্রমুখ। এ সময় ৫১ জন এসএসসি পরীক্ষার্থীকে ১২শত টাকা করে হস্তান্তর করে সিডিপি।