বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ইসলামী ব্যাংকে ২০১৭ হতে ২০২৪ প্রযন্ত এস আলম গ্রুপ কর্তৃক যে সকল জনবল নিয়োগ দেয়া হয়েছে তাদের নিয়োগ বাতিল ও হাজার হাজার কোটি টাকা এস আলম গ্রুপ বিদেশে পাচার করেছে সেই টাকা উদ্ধারের দাবিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সেতাবগঞ্জ পৌর শহরের চৌ-রাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গ্রাহক ফোরামের সভাপতি মো. আসাদ আলী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন প্রমুখ।
বক্তারা, এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে যে সকল জনবল নিয়োগ দেয়া হয়েছে অনতি বিলম্বে তা বাতিল করে স্বচ্ছতার ভিক্তিতে নিয়োগ প্রদান ও মাফিয়া এস আলম গ্রুপের পাচারকৃত টাকা ফিরিয়ে আনার জোর দাবী জানান।