বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
পুলিশই জনতা, জনতাই পুলিশ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় বোচাগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে পুলিশ কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকারের সভাপতিত্বে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন (মারুফ)। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, মসজিদের ইমাম, সনাতন ধর্মীয় সংগঠনের নেতা, ছাত্র প্রতিনিধি ও সুধিজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি থানার সার্বিক আইন শৃংখলার বিষয়ে উপস্থিত জনসাধারনের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। তিনি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদিক ও সুশিল সমাজকে এক হয়ে কাজ করার আহবান জানান।

Share This

COMMENTS