বোচাগঞ্জে কাঁচা মাংস খেকো আদিম মানুষ ইদু মোহাম্মদ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এক ব্যতিক্রম ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। উক্ত ব্যক্তি ইদু মোহাম্মদ (৫০)। তিনি প্রায় সখের বশে হাঁস,ছাগল ও বয়লার মুরগির, গরুর কাঁচা মাংস খেয়ে থাকেন। এই অস্বাভাবিক খাদ্যাভ্যাসে এলাকার মানুষের মাঝে দেখা দিয়েছে চাঞ্চল্য ও কৌতূহল।
স্থানীয়রা জানান, ইদু মোহাম্মদ মাঝে মধ্যেই বাজার থেকে কাঁচা মাংস কিনে এনে তা প্রকাশ্যেই খেতে বসে পড়েন। কখনো হাঁস, কখনো ছাগল আবার কখনো বয়লার মুরগি, গরুর মাংস-সবই কাঁচা অবস্থায় খেয়ে ফেলেন।
ইদু মোহাম্মদ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়েনের ৫ নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে বসবাসকারী মৃত বয়েজ উদ্দিনের ছেলে। ইদু মোহাম্মদ এর স্ত্রী বেবি আক্তার জানান,আমার স্বামী মাঝেমধ্যেই কাঁচা মাংস খায়, তবে তার কোন সমস্যা হয় না।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম জানান ঈদু মাঝে মধ্যে কাচা মাংস খায়, তবে শখের বশে খায়। সব সময় খায় না।
রবিবার (২০ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে আমাদের প্রতিনিধিকে ইদু মোহাম্মদ জানান, “আমি ছোটবেলা থেকেই কাঁচা মাংস খেতে পছন্দ করি। এতে আমার শরীর ভালো থাকে। কখনো অসুস্থ হই নাই।”
তবে তিনি কখনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কি না, এমন প্রশ্নে বলেন, “না, কোনো অসুবিধা হয়নি, তাই ডাক্তারের প্রয়োজন হয়নি।”
ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান (হাবু) বলেন বিষয়টি আমার জানা ছিল না আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমি বিষয়টির খোজ খবর নিব।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, “কাঁচা মাংসে বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবাণু থাকে, দীর্ঘদিন এভাবে কাঁচা মাংস খেলে তার শরীরে মারাত্মক সংক্রমণ হতে পারে তিনি আরও জানান, “এ ধরনের আচরণ মানসিক বা আচরণগত ব্যতিক্রমের ফলও হতে পারে, বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরী।”