
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চাঁদাবাজির অভিযোগে এমএ তাফসীরসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার ঈশানিয়া ইউনিয়নের বাড়েয়া গ্রামে সন্তোষ কুমার রায়ের বাড়িতে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় রাতেই বোচাগঞ্জ থানায় সন্তোষ কুমার রায়(৪০) দুইজনের নাম উল্লেখ করে এবং ৭-৮জনকে অজ্ঞাতনামা দেখিয়ে একটি মামলা দায়ের করেছেন।
আটক এমএ তাফসীর(৩৩) উপজেলার ধনতলা (কলেজ রোড) গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিনাজপুর জেলার মুখ্য সদস্য সচিব এবং বোচাগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন (জমা দেননি)। আটক অপরজন হলেন একই উপজেলার ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম(৩৬)।
মামলার এজাহারসূত্রে জানা যায়, সন্তোষ কুমার এবং পরিমল চন্দ্র রায় দুই ভাই একই বাসায় থাকেন। প্রতিদিনের মত রাতের খাবার শেষে ঘুমাতে যান। রাত সাড়ে নয়টায় আসামী মঞ্জুরুল আলমসহ আরও কয়েকজন লোহার পাইপ, স্টিলের লাঠি হাতে তাদের বাড়িতে প্রবেশ করে পরিমল চন্দ্রকে খুঁজতে থাকেন। পরিমল ঘর থেকে বের হয়ে পরিচয় জানতে চাইলে তারা প্রশাসনের লোক বলে পরিচয় দেন। পরিমলকে বাড়িতে না পেয়ে আসামীদের একজন পরিমলের স্ত্রী স্মৃতি রানীর গলা চেপে ধরে বলতে থাকেন ‘তোর স্বামীকে বের করে দে, না হলে তোর ট্রাঙ্কের চাবি দে’। চাবি না পেলে সবাইকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় সন্তোষ কুমারের চিৎকারে আশেপাশের লোকজন ছুঁটে আসলে তাদের হাতে আটক হন মঞ্জুরুল আলম। অন্যরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের হাতে আটক মঞ্জুরুল জানান এমএ তাফসীরের হুকুমেই সে পরিমলের বাড়িতে এসেছে। পরে ঘটনাস্থলে এমএ তাফসীর উপস্থিত হলে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘শনিবার দিবাগত রাতে একটি বাড়িতে চাঁদাবাজির অভিযোগে আটক হন আসামীরা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামাদের তথ্য পেতে প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ধরণের ঘটনা ওই উপজেলায় ইতিপূর্বেও ঘটেছে। পুলিশ সব বিষয়েই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।’