বোচাগঞ্জে নকল ডার্বি সিগারেট উদ্ধার আটক-২

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রেলগেট এলাকায় রফিক ষ্টোরে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ নকল ডার্বি সিগারেট উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
গতকাল রবিবার রাতে সেতাবগঞ্জ রেলগেট এলাকার রফিক ষ্টোরের কর্মচারী মো. রাশেল ১০ প্যাকেট ডার্বি সিগারেট লুকিয়ে নিয়ে অন্য একটি দোকানে বিক্রি করতে গেলে সিগারেট কোম্পানীর লোক বুঝতে পারে যে, সিগারেট গুলো নকল। এরপর বোচাগঞ্জ থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রফিক ষ্টোরের গোডাউন থেকে বিপুল পরিমান নকল ডার্বি সিগারেট উদ্ধার করে।
রফিক স্টোরের মালিক মো. রফিক ও কর্মচারী মো. রাশেল কে নকল ও অবৈধ সিগারেট নিজ হেফাজতে রাখা এবং বিক্রি করার অপরাধে তাদের আটক করা হয়। এই বিষয়ে ডার্বি সিগারেট কম্পানীর বোচাগঞ্জ উপজেলার ম্যানেজার মো. এনামুল হক বাদী হয়ে আটককৃতদের নামে সরকারী স্ট্যাম্প জাল করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে আজ সোমবার একটি মামলা দায়ের করেন।