বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে মানববন্ধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকাশ) বোচাগঞ্জ উপজেলা শাখা কিন্ডারগার্টেন বিদ্যালয় সমুহকে সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভূক্ত করার দাবীতে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বোচাগঞ্জ উপজেলা রোডে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩১টি কিন্ডারগার্টেন স্কুল সুনামের সহিত কোমলমতি শিশুদের শিক্ষাদান করে আসছেন। শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা ৫ম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না। এরই প্রতিবাদে বোচাগঞ্জ উপজেলার প্রতিটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা সেতাবগঞ্জ বড়মাঠে জমায়েত হয়ে উপজেলা সড়কে মানববন্ধনে মিলিত হয়। শিক্ষার্থীদের দাবী তারা যেন ৫ম শ্রেণীন সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারে। উক্ত মানববন্ধনে কিন্ডারগার্টেন এসাসিয়েশনের সভাপতি আবু সোয়াইব হোসেন,সাধারন সম্পাদক মোঃ মোস্তুাফিজুর রহমান হিরু, রিয়াজুল ইসলাম, কামরুল আহসান, সাদেকুল ইসলাম প্রমুখ। শিক্ষকরা নেতারা বলেন, গত ১৭ জুলাই ২০২৫খ্রি তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে তা আমাদের মর্মাহত করে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় নিরুৎসাহিত করে। যেখানে বৈষম্য নিয়ে সারা দেশ আজ নতুন উদ্যেমে সাজছে সেখানে আমরা কেন এই বৈষম্যের স্বীকার। কেনই বা কিন্ডারগার্টেন বিদ্যালয় সমুহের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাদ দিয়েই শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। এটি জাতি হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জার। আমরা এ বিষয়টির জোরালো প্রতিবাদ জানাই।

Share This