বোচাগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা বিএনপি ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করেছে।
আজ বুধবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রিয় স্মৃতি সৌধ চত্বরে উপজেলার ৬টি ইউনিয়নের নেতা কর্মিগণ উপস্থিত হয়ে এক বিশাল র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ-বিরল দিনাজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এসম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মো. জামাল উদ্দিন ও মো. হারিসুল ইসলাম, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, উপজেলা যুবদলের আহবায়ক মো. সুমন চৌধুরী, ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর উপজেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচিতে নেতাকর্মি অংশ গ্রহন করেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. তোফাজ্জ হোসেন তোফা, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।