সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে বিএনপি নেতা কালুর সাংবাদিকদের সাথে মতবিনিময়


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আজ সোমবার বেলা ১১টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো. আব্দুল ওয়ারেশ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শামসুল আলমের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আব্দুস সাত্তার, মো. রফিকুল ইসলাম, মো. সাজ্জাদ হোসেন, ফরিদ আহমেদ, মীর মোশারফ হোসেন, বরুন চন্দ্র সরকার, মো. রাশেল ইসলাম, মো. লতিফুল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় আ ন ম বজলুর রশিদ কালু বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার দেশের গণমাধ্যম এর গলা চেপে ধড়ে রাষ্ট্র পরিচালনা করেছে। সাংবাদিকদের লেখনির কোন স্বাধীনতা ছিল না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিষ্ট মুক্ত হয়েছি। জাতীয় নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করে শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে।

Share This