বোচাগঞ্জ প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি কর্তৃক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পারাপারের সময় ২ জন বাংলাদেশী নাগরিক কে আটকের পর বোচাগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি।
আজ শনিবার সকাল আনুমানিক ৭টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩২/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের চাদগাঁও এলাকা হতে নায়েব সুবেদার মো. মোখলেছুর রহমান এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পারাপারের সময় ২ জন বাংলাদেশী নাগরিক আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বোচাগঞ্জ থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। মামলা ১০, তাং-১৪/১২/২৪ইং
আটককৃতরা হলেন,দিনাজপুর সদর উপজেলার সুন্দরা বোয়ালমারী গ্রামের জাবেদ আলীর ছেলে মো. গুলজার হোসেন (২৯) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রনসিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. তাজুল হক (২৬)। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন প্রসাধনী ও ভারতীয় রুপি উদ্ধার করে বিজিবি। বিষয়টি নায়েব সুবেদার মো. মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন।