বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“শীতে উষ্ণতা ছড়িয়ে যাক সবার মাঝে” এই শ্লোগান কে সামনে রেখে দেশ ব্যাপী কম্বল বিতরণের অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জে এম.জে.এল বাংলাদেশ পিএলসি কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
আজ বুধবার বিকাল ৩টায় উপজেলার মেসার্স এ.নবি ট্রেডার্সের ভবনে ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াক্কাস কাঞ্চন। এসময় কোম্পানীর ডেপুটি ম্যানেজার মো. ফজলে লোহানী, মো. কাওসার রহমান, এক্সকিউটিভ রেজাউল করিম সাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মনি চৌধুরী, এন.বি ট্রেডার্সেও স্বত্ত্বাধিকারী মো. নুরুন্নবী বেনজিন প্রমুখ।