বোচাগঞ্জে মিনি শিশু পার্কের উদ্বোধনে জেলা প্রশাসক


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা পরিষদ ক্যাম্পাসে মিনি শিশু পার্ক ও ওর্য়াকওয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বিকেলে বোচাগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসে মিনি শিশু পার্কের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান, সহকারী কমিশনার (ভুমি) সাজিদ তানভি শোভন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত পাল, সহকারী প্রকৌশলী মো. শাহিন, উপজেলা প্রকৌশলী মোঃ জিবরীল আহম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত মনোরম ওর্য়াকওয়ে উদ্বোধন করেন। বোচাগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসে মনোরম মিনি শিশু পার্ক ও ওয়ার্কওয়েটি স্থাপন করায় জেলা প্রশাসক বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান। পরে তিনি উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের সুকদেবপুর টাঙ্গন নদী সংলগ্ন আই লাভ বোচাগঞ্জ ভিউ পরিদর্শন করেন।
