
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পল্লিতে যমজ ২ বোনের অসামান্য সফলতায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় আনন্দে ভাসছে তাদের পরিবারসহ এলাবাসী। অনেকে বলছে, এক পরিবারে দুজন মেডিকেলে সুযোগ পাওয়ায় এলাকার অন্যান্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। মাখনুন আখতার ও মুসফিকা নাসনিন এখন এই এলাকার আইডল।
উপজেলার ইশানীয়া ইউনিয়নের রামপুর গ্রামের মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মশিউর রহমান ও নাজমুন নাহার দম্পতির যমজ ২ মেয়ে সন্তানসহ মোট ৩ মেয়ে। বড় মেয়ে দিনাজপুর সরকারী কলেজে অনার্স এর ছাত্রী। ছোট যমজ ২ মেয়ে সন্তান নিয়ে যেন তাদের চিন্তার শেষ নেই। মশিউরের মেয়েকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টার কোন কমতি ছিলনা।
মাখনুন আখতার ও মুসফিকা নাসনিন গ্রামের স্কুলে প্রাইমারী শেষ করে ভর্তি হয় সেতাবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে। এসএসসি পাস করে বড় বোনের সাথেই দিনাজপুর সরকারী কলেজে ভর্তি হন যমজ ২ তারা। সেখানে সফলতার সাথে এইচ এসসি পাস করে মেডিকেলে ভর্তির চেষ্টায় সফলতা পান তারা। আজ যমজ ২ বোন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে আলোকিত করেছেন মা-বাবাসহ এলাকার মানুষকে।
মোছা. মুসফিকা নাসনিন ১২৩১ ক্রমিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ও মোছা. মাখনুন আখতার ৬৬০ ক্রমিকে শহীদ সোরওয়ারদী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
তাদের মা নাজমুন নাহার বলেন, ৩ মেয়েকে নিয়ে কখনও দুঃচিন্তা করিনাই, যেভাবেই হোক তাদের লেখাপড়া চালিয়ে গিয়েছি। আজ আমার যমজ ২ মেয়ে মেডিকোল কলেজে ভর্তি সুযোগ পেয়েছে। আপনারা দোয়া করবেন।