বুধবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বোচাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান।

এসময় বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহ নেয়াজ পারভেজ সাহান, মুশিদহাট ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, ছাতইল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, রনগাঁও ইউপি চেয়ারম্যান নিমাই চন্দ্র দেবশর্ম্মা, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার। সভায় ৬৫টি মন্দিরের কমিটির সভাপতি ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।
দুর্গোৎসব আয়োজনে উপজেলা প্রশাসন ও বোচাগঞ্জ থানা প্রতিবারের ন্যায় এবারও সার্বিক নিরাপত্তাসহ দুর্গোৎসব কে সর্বজনীন করতে সকল প্রস্তুতি গ্রহন করেছে।

Share This