বোচাগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে সিডিপি হলরুমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টেও প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির সিডিসি চেয়ারম্যান বিশ্বনাথ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা, সহষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম, বোচাগঞ্জ সিডিপির শিশু পরিষদের সভাপতি শাহানাজ আক্তার প্রমুখ। এসময় বক্তারা বলেন, শিশুরা যেহেতু বয়সে ছোট, তাদের দাবি আদায়ের ক্ষমতা যেহেতু কম। তাদের সংগঠিত হওয়ার সুযোগ কম। অন্ন, বস্ত্র সবকিছু পরিমাণে তাদের কম লাগে বলে তাদের অধিকারগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। শিশুদের ভোটাধিকার না থাকায় তারা এমন মানুষদের ওপর নির্ভর করে। যারা তাদের অধিকারকে সম্মান করা, সংরক্ষণ করা ও পূরণ করতে অঙ্গীকারাবদ্ধ। এই মানুষগুলো তাদের মতো করে ভাবতে পারছে কিনা সেটা নিশ্চিত করা গেলে শিশু অধিকার নিশ্চিত হবে।