
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
পৌষ মাসের কনকনে শীত ও শৈত্য প্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক সেই সময় অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের পাশে সরকারী শীতবস্ত্র কম্বল নিয়ে দাঁডিয়েছেন বোচাগঞ্জ উপজেলার মানবিক নির্বাহী অফিসার মো. মারুফ হাসান।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বাজনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারী প্রতিষ্ঠান (সিডিএ) এর ৫০জন প্রতিবন্ধী সদস্য এর মাঝে সরকারী বরাদ্দকৃত শীত বস্ত্র কম্বল তুলে দিন মানবিক উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। এসময় সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলম, সাংবাদিক ফরিদ আহমেদ, (সিডিএ) এর বোচাগঞ্জ সদর ইউনিট ম্যানেজার ফিলিমন রায় ও মাধবপুর ইউনিট ম্যানেজার শাহিনা খাতুন উপস্থিত ছিলেন। পৌষ মাসের কনকনে শীতে সরকারি কম্বল পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বয়স্ক প্রতিবন্ধীরা।