রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যাডমিন্টনে দেশ সেরা ফুলবাড়ীর সামির ও সারিবকে সংবর্ধনা

 

নিজস্ব প্রতিবেদক
৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন দ্বৈত (ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফুলবাড়ীর সাদমান সামির ও সাদাত হোসেন সারিব। দেশ সেরা হওয়ায় ফুলবাড়ী ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়।
সাদমান সামির দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও ফুলবাড়ী উপজেলার স্বজন পুকুর গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে। সাদাব হোসেন সারিব, একই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ও উপজেলার পূর্ব গৌরীপাড়া (বারঘরিয়া) গ্রামের আকতার হোসেন এর ছেলে।
জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. হারুন উর রশীদের সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)  মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সদ্য সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমনসহ ফুলবাড়ী ব্যাডমিন্টন একাডেমির খেলোয়ারবৃন্দ।
এসময় উপস্থিত অতিথিরা দেশ সেরা খেলোয়ার সাদমান সামির ও সাদাব হোসেন সারিব কে   সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও ক্রীড়া শিক্ষক হারুন উর রশীদকেও সম্মাননা স্মারক দেয়া হয়। সবশেষে আনন্দ ঘন পরিবেশে সকলের অংশগ্রহণে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি বন্দর নগরী চট্টগ্রাম কলেজ অডিটোরিয়াম হলে ৬ দিনব্যাপী জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেন তারা। সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে চট্টগ্রাম সিটিকর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন।

Share This