চলচ্চিত্র কেবল পর্দার তারকাদের গল্প নয়, ক্যামেরার পেছনে থাকা মস্তিষ্কগুলোর শিল্পীসত্তারও প্রতিফলন। বলিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি—সবখানেই কিছু পরিচালক তাদের অসাধারণ সৃজনশীলতা ও ব্যাবসায়িক সাফল্যের জন্য তারা পরিণত হয়েছেন ক্যামেরার পেছনের সুপারস্টার। আজকের প্রতিবেদন এমন সাতজন ভারতীয় পরিচালককে নিয়ে, যারা শুধু দর্শকের মন জয় করেননি, সেই সঙ্গে পেয়েছেন কোটি টাকার পারিশ্রমিক। তালিকার শীর্ষে রয়েছেন রাজামৌলি।
আরো রয়েছেন হিরানি ও প্রশান্ত নীলের মতো নামি পরিচালকরা।
এস এস রাজামৌলি
সর্বাধিক আয়কারী ভারতীয় সিনেমার পরিচালক হলেন এস এস রাজামৌলি। তিনিই অস্কারজয়ী আরআরআর, বাহুবলী ১ এবং ২-এর পেছনে থাকা মানুষ। আইএমডিবি অনুসারে, তিনি প্রতি ছবি বানাতে ২০০ কোটি টাকা নিয়ে থাকেন।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা
ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং সম্পাদক সন্দীপ রেড্ডি ভাঙ্গা আলোড়ন ফেলে দিয়েছিলেন ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং হালের ‘অ্যানিম্যাল’-এর মতো সিনেমা দিয়ে। বর্তমানে ‘অ্যানিমেল ২’ নিয়ে কাজ করছেন তিনি। প্রতিবেদন অনুসারে, তিনি প্রতি সিনেমার জন্য। ১০০-১৫০ কোটি টাকা নেন।
অ্যাটলি
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বিশাল সাফল্য এনে দেওয়া এই পরিচালক এখন সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র পরিচালকদের একজন। জওয়ান ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল, বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকারও বেশি আয় করে ছবিটি। তিনি বেবি জন, বিগিল-এর মতো সিনেমা প্রযোজনাও করেছেন। প্রতিবেদন অনুসারে, তার পারিশ্রমিকও ৩০ কোটি টাকা থেকে বেড়ে ১০০ কোটি টাকা হয়েছে।
প্রশান্ত নীল
কেজিএফ ১ ও ২ এবং ‘সালার : পার্ট ১- সিজফায়ার’-এর পেছনের মানুষ হলেন প্রশান্ত নীল।
জানা গেছে, তিনি প্রতি ছবি থেকে ১০০ কোটি টাকা আয় করেন। বর্তমানে ‘সালার ২’ এবং ‘কেজিএফ ৩’ নিয়ে কাজ করছেন প্রশান্ত।
রাজকুমার হিরানি
২০০৩ সালে সঞ্জয় দত্তের ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমার মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় রাজকুমার হিরানির। পরবর্তী সময়ে তিনি ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’ এবং সম্প্রতি ‘ডানকি’ সিনেমা পরিচালনা করেন। তিনি প্রতি ছবি থেকে প্রায় ৮০ কোটি টাকা পারিশ্রমিক নেন।
সুকুমার
সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি ‘পুষ্প ১’ এবং ‘পুষ্প ২’-এর বিশাল সাফল্যের পেছনে ছিলেন এই মানুষটা। তিনি প্রতি ছবি থেকে ৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলেই জানানো হয়েছে আইএমডিবির রিপোর্টে।
সঞ্জয় লীলা বানসালি
সিনেমা এবং পিরিয়ড ড্রামাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন সঞ্জয় লীলা বানসালি। গুজারিশ, সাওয়ারিয়া, গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা, বাজিরাও মাস্তানি, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি এবং হীরামান্ডির মতো সিনেমা বানিয়েছেন। বলিউডের অন্যতম আইকনিক নির্মাতা তিনি। সঞ্জয় প্রতি সিনেমা থেকে ৫৫-৬৫ কোটি টাকা আয় করেন।