বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় স্বামী স্ত্রী-আটক

নিজস্ব প্রতিবেদক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে স্বামী-স্ত্রীকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া পশ্চিম পাড়া এলাকার ৩০০/৮এস নং সীমান্ত পিলারের কাছ থেকে তাদের দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চিনোড়া গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে অভিলাশ চন্দ্র বর্মন (২৯) ও তার স্ত্রী জয়ন্তী রানী (২৮)। তাদেরকে আটক করে ওইদিন (রোববার) রাতেই ফুলবাড়ী থানায় হস্তান্তর করে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনস্থ আমড়া বিওপি ক্যাম্পের দায়িত্বরত সুবেদার মো. আইনুল হক।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ধৃত দম্পতি নওগাঁ জেলা থেকে এসে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়ার সময় দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করে। আজ সোমবার সকালে তাদের বিরুদ্ধে ২৯ বিজিবি (ফুলবাড়ী ব্যাটালিয়ন) এর অধিনস্ত আমড়া বিওপির সুবেদার আইনুল হক বাদী হয়ে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে। বিকেল ৪টায় তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Share This