বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
ভারতে মোদি সরকার কর্তৃক মুসলমানদের উপর নির্মম নির্যাতন, মসজিদ ও মাদ্রাসা ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪ নং বেদদিঘী ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে‌।
আজ সোমবার আসরের নামাজের পর মাদিলাহাট শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়, বিক্ষোভ মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারের সামনে এসে জমায়েত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতী নজিবুল্লাহ, মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদী, গঙ্গাপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ আবুল হোসেন, বেতদিঘী ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফাসসির আবু তালহা রাসেল, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সদস্য হাফেজ মোসলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতবিঘী ইউনিয়ন শাখার সভাপতি ডা. জাহিদুল ইসলাম, সদস্য বেলাল হোসাইনসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ভারতে মুসলিম হত্যা বন্ধ করতে হবে, মসজিদ মাদ্রাসা ভাঙচুর বন্ধের আহ্বান জানান।

Share This