মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারত থেকে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে পরমেশ্বরপুর বিওপি ক্যাম্পের কর্তব্যরত বিজিবি। আটককৃতদেরকে আজ সোমবার দুপুরে দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন বোচাগঞ্জ উপজেলার দক্ষিন ছাতইল গ্রামের মো নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ি গ্রামের মো. আমান উল্লাহর ছেলে আ. কাদের (২৮), বিরল উপজেলার ফুলবাড়ি হাট বনগ্রাম এলাকার পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (১৮) ও বিরল উপজেলার দাসনগর এলাকার নিলামু রায়ের ছেলে সূর্য রায় (২২)।

উল্লেখ্য, গত শনিবার (১০ মে) দিবাগত গভীর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩২/১ এস এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতরা পাঁচপড়া গ্রামের ধানক্ষেত থেকে তাদের আটক করে টহলরত বিজিবি সদস্যরা। আটক কৃতদের বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং ৩, তারিখ ১১ মে ২০২৫।

Share This