ভূমি মেলা উপলক্ষে ফুলবাড়ীতে র্যালি ও জনসচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে র্যালি ও জনসচেতনতা মূলক সভা হয়েছে। রোববার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ভূমি মেলার আয়োজন। উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. রোকুনুজ জামান নয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহানুর রহমান সোহান, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. শামীম ইসলাম, শিবনগর ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) মো. ছারোয়ার হোসেন, দৌলতপুর ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) বিনন্দ কুমার রায়, প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে ভূমি মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে।