
নিজস্ব প্রতিবেদক
দেশের একমাত্র উৎপাদন শীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইন (পাথর খনি) ও বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে উপদেষ্টা মধ্যপাড়া পাথর খনি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি খনির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ব্যবস্থাপনা ও উৎপাদন পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।
এ সময় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)-এর কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হন উপদেষ্টা। সভায় খনির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান, এমজিএমসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম, এমজিএমসিএল পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ-মহাপরিচালক (ভূতত্ত্ব) মো. আলী আকবর, এমজিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. ডি. এম. জোবায়েদ হোসেন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা খনির উন্নয়ন, উৎপাদন ও পরিবহন ব্যবস্থাপনা জোরদার করতে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে মত বিনিময় সভার একটি সূত্র নাম না প্রকাশের শর্তে জানায়, মধ্যপাড়া পাথর খনিতে পাথরের বিশাল মজুদ হওয়া পাথরের ব্যবহার বাড়াতে উপস্থিত রেলের ডিজিকে নির্দেশ দেন এবং জমাকৃত বোল্ডার পাথর ব্যবহারে পানি সম্পদ উপদেষ্টার সাথে ফোনে কথা বলেন। পরে তিনি ভবানীপুর থেকে-পাথর খনি পর্যন্ত রেল লাইন দ্রুত সংস্কারের নির্দেশনা প্রদান করেন।
মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন শেষে উপদেষ্টা বিকেল সাড়ে ৪টার দিকে বড়পুকুরয়া কয়লা খনি পরিদর্শনে যান।