প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৩:১৬ অপরাহ্ণ
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে গাঁজা, র্যাবের হাতে গ্রেফতার ৪
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের আক্কেলপুরে মাইক্রোবাসের ফাঁকা গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় সাড়ে ১৯ কেজি গাঁজা পাচারকালে চার মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিদ্যানগর এলাকার রেহান উদ্দিনের ছেলে সোহেল রানা, হরিপুরের মৃত আব্দুল মালেকের ছেলে রুবেল মিয়া, নোয়াখালীর কোম্পানীগঞ্জের জাহাজাদপুর এলাকার মৃত নূরুল হুদার ছেলে সৈয়দ মো. মেহেদী হাসান ও তার ভাই সৈয়দ মো. আকরামুল হাসান। সোমবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তারা দীর্ঘদিন থেকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাইক্রাবাসে বহন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে মাইক্রাবাসের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা সাড়ে ১৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মূলহোতা আসামী সোহেলসহ তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মামলা করা হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিতদন্ত) মাসুদ রানা বলেন, মাইক্রোবাসের ফাঁকা গ্যাস সিলিন্ডারে গাঁজা বহনের ঘটনায় র্যাব চার জনকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.