বুধবার, ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় নবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
একটি বিমান দুর্ঘটনায় ঝলসে গিয়েছে শিক্ষক ও আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষার্থীদের প্রাণ। আহত হয়েছেন অনেকে। সারাদেশ  আজ শোকাহত। দিনাজপুরের নবাবগঞ্জে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জের ২০নং হরিল্যাখুর এস এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে দোয়া পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী শিক্ষক নুরজাহান বেগম, সহকারী শিক্ষক মাজেদ জাহাঙ্গীর,সহকারী শিক্ষক তাহিরিয়া আক্তার,সহকারী শিক্ষক মাহফুজা সুলতানা,সহকারী শিক্ষক জাহানারা বেগম, সহকারী শিক্ষক মরিয়ম সহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন তারা জান্নাতের সর্বোচ্চ স্থান পায়।
প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমরা সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য দান করেন।
নবাবগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি সেলিম রেজা বলেন, যুব সমাজ দেশের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের আলোকে হারতে দেখা সত্যিই হৃদয় বিদারক। আমরা শিক্ষার্থীদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সুন্দর স্থানে রাখেন এবং পরিবারগুলোকে এই কষ্ট থেকে উত্তরণের শক্তি দেন করেন। আমরা সবাই মিলে তাদের স্মরণে ভালো কাজের মাধ্যমে দোয়ার প্রেরণা ধরে রাখতে চাই।

Share This