খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার একমাত্র চর ‘মাঝিয়ালির চর’-এর বাসিন্দাদের চলাচলের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
আজ সোমবার দুপুরে ওই চরের বাসিন্দাদের হাতে নৌকা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
উল্লেখ্য, খানসামার একমাত্র চর ‘মাঝিয়ালির চর’: বর্ষায় নদীতে বন্দি, নেই নিজের নৌকা পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ নৌকা হস্তান্তর করা হয়। দ্রুত ব্যবস্থা নিয়ে নৌকা পেয়ে চরের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মাঝিয়ালির চরের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, “সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে নৌকা পেয়ে আমরা খুব খুশি। আগের দেওয়া নৌকা অকেজো হওয়ায় বর্ষাকালে একপ্রকার দূর্ভোগে পড়তাম, এখন সহজেই যাতায়াত করতে পারব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “চরের মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। নৌকা প্রদান করার ফলে তারা এখন সহজে উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবে। চরবাসীর পাশে সবসময়ই উপজেলা প্রশাসন থাকবে।”