দিনাজপুর প্রতিনিধি
মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। জেলা প্রশাসক রফিকুল ইসলামের নিজস্ব জরীপে উঠে এসেছে দিনাজপুর জেলার মাদকের সঠিক চিত্র। তিনি জানিয়েছে জেলার ৩৫ লাখ সংখ্যার মধ্যে ৪ লাখের অধিক মানুষ নেশায় আসক্ত। সীমান্ত ঘেষা এই জেলার মাদকের ভয়াবহ এ তথ্য অনেককে ভাবিয়ে তুলেছে। ফেনসিডিল, হিরোইন, মদ, ট্যাবলেট সেবনকারীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক বলেন জেলা কারাগারে মাদক আসক্ত, মাদক ব্যবসার সঙ্গে জড়িত আসামীর সংখ্যা ৮ শতাংশ। যে পরিবারের একজন মাদকাসক্ত সদস্য সেই পরিবারটি ধ্বংসের পর্যায়ে চলে গেছে। মাদক প্রতিরোধে সবশ্রেনী ও পেশার মানুষকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আলেম এবং শিক্ষকদের বেশী বেশী করে ভুমিকা রাখার আহ্বান জানান।
সভায় বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এবি এম জাহিদুল করিম বলেন, মাদক চোলাচালান রোধে সীমান্তে বিজিবর সদস্যরা সর্তকাবস্থায় রয়েছে। বিজিব সীমান্ত এলাকার মানুষদেও সচেতনতা মুলক সভা করে আসছে। মাদকের তালিকায় ট্যাপেন্টা টেবলেট ব্যবহার কারীদের সংখ্যা উদ্বেগজনকহারে বৃদ্বি পেয়েছে। পুইইন ঠেকাতে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী রেখেছে।
গুরুত্বপূর্ণ এ সভায় জেলা প্রশাসক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান, ২৯ ব্যাটালিয়নের লে. কর্ণেল এবি এম জাহিদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রিয়াজ উদ্দিনসহ বিএনপি ,জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, সরকারী দফতরের কর্মকতা, সেনাবাহিনীর কর্মকতা, উপজেলা নির্বাহী কর্মকতাবৃন্দ।