সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিথ্যা মামলা থেকে তারেক রহমানের অব্যহতিতে ফুলবাড়ীতে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
ষড়যন্ত্রমূলক ২১ আগষ্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দকে মহামান্য আদালত কর্তৃক বেকসুর খালাস দেওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিন্টু, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তুজা হক শাহ অষ্টিন, উপজেলা যুবদলের যগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছার রহমান নবাব, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মানিক মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাজান মন্ডল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোনাস প্রমুখ।

Share This