বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যাত্রীবাহী বাস থেকে অর্ধকোটি টাকার কোকেন ও হেরোইন উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিশেষ অভিযানে যাত্রীবাহী বাস থেকে প্রায় এক কেজি একশ গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৫৫ হাজার টাকা। আজ মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়ার ভজনপুর বাজার এলাকায় আল গালিব নামে একটি বাস তল্লাশি চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া থেকে মাদক পরিবহন হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে ভজনপুর বিওপির অধীনে সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী আল গালিব বাসটি থামিয়ে তল্লাশি চালালে বাসের লকারে রাখা একটি ব্যাগ থেকে কোকেন ও হেরোইন উদ্ধার হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য নির্ধারণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার হওয়া মাদক তেঁতুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গির আলম চৌধুরীর নির্দেশনায় সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সক্রিয় রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদক কোথা থেকে এসেছে বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি মাদক ব্যবসায়ী চক্রের মাধ্যমে এগুলো আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবির এই ধরনের তৎপরতা সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তার করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Share This