যানজট প্রতিরোধে বীরগঞ্জ পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে স্বস্তি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আজ শনিবার সকাল থেকে দিনাজপুরের বীরগঞ্জে যানজট প্রতিরোধে পুলিশ সেনাবাহিনী ও ট্রাফিক সার্জন যৌথ অভিযান পরিচালনা করেছে। বীরগঞ্জ পৌর শহরের তাজমহল মোড়, কলেজ মোড়, কাহারোল মোড়সহ বিভিন্ন গেদারিং পয়েন্টে থানা পুলিশ, ট্রাফিক সার্জেন ও সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযানে গাড়ি তল্লাশী, মোটর সাইকেল চালক কে থামিয়ে সাবধান করাসহ নানান কৌশলে যানজোট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে।
ইতোপুর্বে বীরগঞ্জের যানজোট নিয়ে বাংলাদেশের প্রথম সারির জাতীয় পত্রিকা দৈনিক ‘আমার দেশ’ সহ বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।
ঢাকা থেকে ঈদে ঘরে ফেরা গার্মেন্টস কর্মকর্তা বাসযাত্রী সাহেবুল ইসলাম খোকন ও তার সহধর্মিনী শিউলি আরা, বেসরকারি কোম্পানীতে কর্মরত ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম সুমন ও তার সহধর্মিনী সানু ইসলাম, কলেজ শিক্ষক সেলিম শাহী, পুরান ঢাকার একটি আর্ট কলেজের প্রভাষক জেরিন ফারজানা, পারভেজ, কাজলসহ অনেক আগন্তক সন্তোষ প্রকাশ করে জানান প্রায় এক যুগের মধ্যে এবার খুব শান্তিতে বাড়ি ফেরা হয়েছে। কোথাও কোন প্রকার যানজট চোখে পড়ে নাই বলে তারা জানান।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর বলেন ঈদের পূর্ব থেকেই এসিল্যান্ড, পৌর প্রশাসক (চলতি দায়িত্ব) এবং উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় সভা সেমিনারে জনসচেতনতা মূলক আলোচনা, মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারনা চালানো হয়েছে, পুলিশ-সেনা ও ট্রাফিক পুলিশ সমন্বয়ে যানজট প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রয়েছে।