বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

যৌবনের পোস্ট অফিস এখন শুধুই স্মৃতি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
এক যুগ আগেও আমাদের যোগাযোগ মাধ্যম ছিল পোস্ট অফিসের চিঠি । ছেলে লিখত মা কে ,বৌ লিখত স্বামীকে প্রবাসী লিখত তার পরিবারকে, প্রেমিক লিখত প্রেমিকাকে । চিঠিকে কেন্দ্র করে রচিত হয়েছে “চিঠি লিখেছে বৌ আমার ভাঙা ভাঙা হাতে ,চিঠি কেনো আসেনা কিছু ভালো লাগে না, চিঠি দিও প্রতিদিন চিঠি দিও” সহ আবেগ অনুভুতি জাগানো অনেক গান। সত্যের মৃত্যু না থাকলেও সত্যকে ফাঁসি দেয়ার খবর এসেছিল সেই চিঠির মাধ্যমেই। আর তাই রচিত হয়েছিল বিখ্যাত সেই গান “চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর”। এই চিঠিকে কেন্দ্র করে রচিত হয়েছে কবিতা, নাটক, উপন্যাস। কালের বিবর্তনে হারিয়ে গেছে চিঠির সেই সোনালী যুগ।
মোবাইল ইন্টারনেটের আগমনের পর কদর কমতে শুরু করে চিঠি পত্রের। এক সময় পোস্ট অফিসে কর্মকর্তা কর্মচারী ও অপেক্ষমান লোকজনের পদভারে মুখরিত থাকলেও এখন তা শুধুই স্মৃতি।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদর সহ ৯ টি ইউনিয়ন রয়েছে এক সময়ের চিঠিপত্রের জংশন পোস্ট অফিস। সরেজমিনে দেখা যায়, একসময় দেশ বিদেশ চিঠির আসলেও এখন আর তেমন চিঠি আসেনা। সেই সময় ব্যবহৃত চিঠির বাক্স চকচক করলেও দীর্ঘদিন তেমন ব্যবহার না হওয়ায় এখন তাতে মরিচা ধরেছে।
৯০ এর দশকে পোস্ট অফিসের অনেক কদর ছিল । একটি চিঠি দেয়ার পর সেই চিঠির উত্তরের অপেক্ষায় থাকা, কি যে মধুর ছিল তা সেই সময়ের লোকজনই অনুভব করতে পারেন। সেই চিঠিতে কখনো আনন্দের কখনো দুঃখের কথা ছিল গাথা, স্নেহ ভালবাসার কথা থরে থরে সাজানো থাকতো চিঠিতে। চিঠি হাতে পাবার পর মনের মাঝে কেমন যেন দোলা দিত। ডাক পিয়নের সেই খাকি রঙের পোশাক দেখলেই বা তার বাই সাইকেলের বেলের শব্দ কানে আসতেই মনটা আনচান করে উঠত। এখন এগুলো শুধুই অতীত।
রিয়াজ আহমেদ বলেন – পোস্ট অফিস ও চিঠির একসময় অনেক কদর ছিল । আমি নিজেও চিঠির অপেক্ষায় ছিলাম যৌবনের সেই প্রথম প্রেমে। তার রাস্তা দিয়ে হাঁটার সময় সেই ফিরে তাকানো এখনো চোখে ভেসে উঠে প্রিয় মানুষের ছবি। জীবনের কঠিন বাস্তবতা মেনে নিতে হয়েছে, একটা বারের জন্য তাকে ভুলতে পারিনি। ভালবাসা হয়তো এমনি শত বিচ্ছেদেও ভালবাসার মানুষকে ভুলে থাকা যায় না । সারাজীবন আবেগ আর অনুভুতি হয়ে জড়িয়ে থাকবে প্রেমের পরশে প্রিয় মানুষটি।
মজিদ নগর কারিগরি কলেজের বাংলা প্রভাষক গোলাম মোস্তফা বলেন- চিঠির সেই সময়ের অনুভুতির কথা বলে বুঝাতে পারবো না। সে সময় ছিল অন্য রকম এক অনুভুতি। যা বর্তমান সময়ে হাতের কাছে সব পাবার পরেও মনে হয় কি যেন নাই ।
নবাবগঞ্জ উপজেলা পোস্টমাস্টার মোখলেছুর রহমান জানান- একসময় প্রচুর চিঠি আসত। পারিবারিক চিঠি, প্রেমের চিঠি। এখন ভাসমান চিঠি তেমন আসে না শুধুমাত্র দাপ্তরিক চিঠি আসে।

Share This