রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরে জাতীয় কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
রংপুরে তিস্তা জোনে তারুণ্যের উৎসব জাতীয় ইয়্যুথ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় রংপুর বিভাগীয় ইনডোর স্টেডিয়ামেকাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রবিউল ফয়সাল।
রংপুর জেলা ক্রীড়া অফিসার ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাসুদ রানার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য ও সাবেক জাতীয় কাবাডি কোচ মো. বাদশা মিয়া, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত অফিসিয়াল মো. রনী ও বগুড়া কাবাডি একাডেমির কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় রংপুর বিভাগের তিস্তা জোনে নারী ৭ টি দল ও পুরুষ ৮ টি দল মিলে মোট ১৫ টি দল অংশগ্রহন করেছে। নারী বিভাগে রংপুর জেলা ২ টি খেলায় জয়লাভ করে ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন, দিনাজপুর জেলা ১ টি খেলায় জয়লাভ করেছে।পুরুষ বিভাগে রংপুর, নীলফামারী, লালমনিরহাট জেলা ১ টি করে খেলায় জয়লাভ করেছে।
খেলাগুলো পরিচালনা করেন রেফারী মহিউদ্দিন আহম্মেদ, এনামুল হক, রাফিউল আলম রাফি, মো. কামরুজ্জামান, মোরশেদ উল আলম, শামসুল আলম, ইভা মাসুম, আব্দুল লতিফ, রফিকুল হক বাবু, আনোয়ার সাদিক সুমন, আজিজুল ইসলাম, আব্দুর রশিদ, রেজাউল ইসলাম লিটন, খন্দকার ফিরোজ রানা।

Share This