সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রংপুরে শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানবন্ধন

রংপুর প্রতিনিধি
রংপুরে শিশু শিক্ষার্থী হত্যা মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, নিহত সিয়ামের বাবা আনোয়ার হোসেন ভুট্টু, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, ফিরোজ মিয়া, মনোয়ার হোসেন বাবু প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাতে নগরীর বকুলতলা জান্নাতবাগ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের একটি বাথরুম থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা সিয়ামকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই মাদ্রাসার দুই শিক্ষক আব্দুর রহমান আব্দুল্লাহ (২৫) ও মোকলেছুর রহমানকে (২০) গ্রেফতার করে পুলিশ।

Share This