বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিরলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
রংপুরে খবর প্রকাশের জেরে দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে তুলে সিটি কর্পোরেশন প্রধান নির্বাহীর রুমের সামনে নিয়ে মারধর, হেনস্তা এবং জোর করে ক্ষমা চাওয়াতে বাধ্য করার চেষ্টার তীব্র প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মূখ সড়কে বিরল প্রেস ক্লাব এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান (যুগান্তর) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (ভোরের দর্পন), সহসভাপতি মোয়াজ্জেম হোসেন (দৈনিক উত্তরা), সহ সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম (জবাবদিহী), দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), নির্বাহী সদস্য দিপঙ্কর রায় (মানবকন্ঠ), মুসলিম হক (বাংলার দূত), আব্দুল আজিজ (দেশেরকন্ঠ), সদস্য সেলিম রেজা (সকালের সময়), মহবুর রহমান (দিনাজপুর এক্সপ্রেস), মুরসালিন হোসেন (মাতৃছায়া), বেলাল হোসেন (নওরোজ) প্রমূখ।
বক্তারা অতিদ্রুত এই হীন ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share This