সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীতে পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার শ্রম পরিদর্শকদের বিক্ষোভ

দেশ মা ডেস্ক: কল কারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার শ্রম পরিদর্শকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এসময় পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার কর্মকর্তারা বিক্ষোভে অংশগ্রহণ করেন।
এসময় পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার কর্মকর্তারা অভিযোগ করে বলেন, যোগ্যতা থাকার সত্বেও পদোন্নতি না দেওয়ায় ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে এজন্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে অধীনে কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দাবি করা হচ্ছে শ্রম ভবনের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তার সিন্ডিকেটের কারনে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত এই সমস্যা সমাধানে অন্তবর্তীকালিন সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

 

Share This